বাড়িতে আগুন দিয়ে কোরবানির গরু লুট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/24/photo-1443101375.jpg)
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে একটি বাড়িতে হামলা চালিয়ে ও আগুন দিয়ে কোরবানির পশু লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় নারীসহ তিনজন আহত হয়েছেন।
গতকাল বুধবার রাতে উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামের সোহেল তালুকদারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
সোহেল তালুকদার এনটিভি অনলাইনকে অভিযোগ করেন, তাঁর সঙ্গে আশুজিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহেরের দ্বন্দ্ব রয়েছে। এর জের ধরেই রাতে চেয়ারম্যান আবু তাহেরের ছেলে শাহরিয়ার ইসলাম সজীবের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা বাড়িতে ভাঙচুর করে গোয়ালঘরে আগুন লাগিয়ে দেয় এবং কোরবানির ৮৭ হাজার টাকা মূল্যের গরুটি নিয়ে যায়।
তবে আশুজিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘মিথ্যা ঘটনা সাজিয়ে আমার নামে দুর্নাম করা হচ্ছে।’
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, খবর পেয়ে নেত্রকোনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।