জামালপুরে স্ত্রীকে হত্যা, পলাতক স্বামী গ্রেপ্তার
জামালপুরে পারিবারিক কলহের জেরে গত রোববার রাতে স্ত্রী ফাতেমা বেগমকে (৩৫) হত্যার ঘটনায় পলাতক সাঈদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী ইউনিয়নের মনিরামপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মেয়েকে হত্যার ঘটনায় মা জয়গুন বেগম বাদী হয়ে সাঈদ আলীকে আসামি করে সোমবার জামালপুর থানায় একটি হত্যা মামলা করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, এ ঘটনার পর থেকেই পুলিশ অভিযুক্ত স্বামী সাঈদ আলীকে খুঁজছিল। পরে গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে বোনের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত রোববার রাত ১০টার দিকে জামালপুর শহরের কম্পপুর মধ্যপাড়ায় স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান সাঈদ আলী। ওই রাতেই গৃহবধূ ফাতেমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।