বেনাপোলে ট্রাকবোঝাই ভারতীয় শাড়ি জব্দ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/06/photo-1444147315.jpg)
যশোরের বেনাপোলের সীমান্তবর্তী একটি গ্রাম থেকে ট্রাকভর্তি ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার উপজেলার শিকড়ী বটতলা এলাকা থেকে এসব শাড়ি উদ্ধার করা হয়।
২৬ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ট্রাকবোঝাই দুই হাজার ৪০০ শাড়ি জব্দ করে।
এসব শাড়ির মূল্য দেড় কোটি টাকা বলে দাবি করেন বিজিবি কর্মকর্তা। তিনি জানান, জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে।