তরুণীকে ধর্ষণ ও বাবাকে মারধর : প্রধান আসামি ৭ দিনের রিমান্ডে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/10/11/fff.jpg)
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তরুণীকে ধর্ষণ ও তাঁর বাবাকে মারধরের অভিযোগে করা মামলার প্রধান আসামি শামীম আহমেদকে সাত দিন এবং তাঁর পাঁচ সহযোগীকে একদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ পাল আজ রোববার দুপুর ১২টার দিকে এ আদেশ দেন।
এর আগে গত শুক্রবার ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম আহমেদকে ব্রাহ্মণবাড়িয়ার বেলতলা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া একই মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জগন্নাথপুরের গুতগাঁওয়ে বখাটেরা স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়া ওই তরুণীকে নানাভাবে যৌন নিপীড়ন করছিল। বখাটের ভয়ে ওই তরুণী বাড়ি ছেড়ে নবীগঞ্জ উপজেলার অভয়নগরে লুকিয়েছিলেন। তরুণীকে বাড়ি না পেয়ে গত সোমবার দিবাগত রাত ১টায় বাড়িতে ঢুকে তাঁর বাবাকে ধরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে তারা। এ ঘটনার পর তরুণী বাদী হয়ে তাঁকে ধর্ষণ ও বাবাকে মারধরের অভিযোগে জগন্নাথপুর থানায় মামলা করেন। পরে প্রধান আসামি শামীমসহ মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়।