সৌদি আরবে পদদলনে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৭৯
সৌদি আরবের মিনায় পদদলনের ঘটনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার রাতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ সাংবাদিকদের এ কথা জানান। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৯০ জন বাংলাদেশি।
এ ছাড়া নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছেন সৌদিতে বাংলাদেশ দূতাবাস ও হজ মিশনের কর্মকর্তারা। এর আগে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা ৬৭ জনের কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার হজ মিশন থেকে বলা হয়েছিল, ওই দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছিলেন তাঁদের অনেকের অবস্থাই গুরুতর।
গত ৫ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয় মিনার দুর্ঘটনায় ৫১ বাংলাদেশি নিহত হয়েছেন।
এখন পর্যন্ত নিখোঁজ হাজিদের স্বজনদের মক্কায় বাংলাদেশ হজ মিশনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সে সঙ্গে মৃতদেহ শনাক্ত করতে সহায়তার জন্য ১০৭ নম্বর কক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন করা যাবে ০০৯৬৬-(০)১২৫৪১৩৯৮০ এই নম্বরে। এ ছাড়া হাজিদের পরিচয় জানতে ইমেইল করা যাবে missionhajj@gmail.com-এই ঠিকানায়।
গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে মুজদালিফা থেকে শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের জন্য মিনায় যাওয়ার সময় পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। মক্কা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের এ ঘটনায় নিহত এক হাজার ১০০ হাজির ছবি প্রকাশ করে সৌদি আরব।
এর আগে ১১ সেপ্টেম্বর হজের আনুষ্ঠানিকতা শুরুর আগের দিন সৌদি আরবের মসজিদ আল-হারামে দুর্ঘটনা ঘটে। প্রবল বাতাসের কারণে নির্মাণকাজে ব্যবহৃত একটি ভারী ক্রেন মসজিদের ওপর ভেঙে পড়ে। এতে শতাধিক ব্যক্তি নিহত হন। এ ছাড়া আহত হন প্রায় ২৫০ জন। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখের বেশি মানুষ মক্কায় হজ পালন করতে যান।
২০০৬ সালেও মক্কায় পদদলনে হতাহতের ঘটনা ঘটে। ওই বছর ১২ জানুয়ারি মক্কার জামারাত সেতু থেকে নামার সময় পদদলিত হয়ে মারা যান অন্তত ৩৪০ হজযাত্রী।