জামালপুরে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/12/30/jamalpur-pic.jpg)
শর্ত সাপেক্ষে জামালপুর জেনারেল হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎসকেরা। আজ বুধবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোশায়েরুল ইসলাম রতন, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান প্রমুখ।
হাসপাতালের সহকারী পরিচালক জানান, জেলা প্রশাসন, স্থানীয় রাজনীতিবিদ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির যৌথ সভায় শর্ত সাপেক্ষে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। তবে শর্ত অনুযায়ী তদন্ত রিপোর্ট অনুসারে ব্যবস্থা না নেওয়া হলে কর্মবিরতিতে যাবেন চিকিৎসকরা। যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী জেনারেল হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করে রোগীদের সেবা দেওয়া শুরু করবেন।