বাসস্ট্যান্ড থেকে অচেতন অবস্থায় বৃদ্ধকে উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/25/photo-1445754048.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে অচেতন অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোর ৫টার দিকে তাঁকে উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে তাঁকে আশুগঞ্জ ডে-নাইট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ডে ওই বৃদ্ধকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ সেখান থেকে তাঁকে উদ্ধার করে আশুগঞ্জ ডে-নাইট হাসপাতালে ভর্তি করে।
ডে-নাইট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. জোনায়েদ বলেন, প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে, অজ্ঞান পার্টির লোকজন অচেতন করে বৃদ্ধকে সোহাগপুর বাসস্ট্যান্ডে ফেলে চলে যায়।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, বৃদ্ধের জ্ঞান ফিরলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।