আশুলিয়ায় চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/01/23/savar_ashulia_thana.jpg)
সাভারের আশুলিয়ায় শুক্রবার রাতে শাহিন উদ্দিন নামের নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাইকারীরা। ছবি : এনটিভি
সাভারের আশুলিয়ায় শাহিন উদ্দিন নামের নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে আশুলিয়ার আয়নাল মার্কেট এলাকার একটি নির্জন জায়গা থেকে ওই অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী জানায়, শুক্রবার রাতের কোনো এক সময় ওই অটোরিকশা চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে লাশ নির্জন জায়গায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, স্থানীয়রা খবর দিলে আজ শনিবার সকালে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার ডেন্ডাবরে এক ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।