নান্দাইলে জামায়াতের দুই নেতা গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/30/photo-1446194588.jpg)
ময়মনসিংহের নান্দাইল উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সামসুদ্দিন ও সাবেক আমির মো. খলিলুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গত বছর ও চলতি বছরে নান্দাইল থানায় দায়ের করা তিনটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, রাতে নান্দাইলের ঝালুয়া বাজার থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।