‘বিদেশে বসে ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে না’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/31/photo-1446273510.jpg)
বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
গতকাল শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় এ মন্তব্য করেন আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, ‘যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, তারা দেশ ও জনগণের শত্রু। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক নানা রকম চক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্রকারীকে এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।’
এ সময় সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আইনমন্ত্রী।
গোপীনাথপুর আলহাজ শাহআলম ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাসান আজাদ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আবু কাউছার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।