ভালুকায় বাস উল্টে খাদে, নিহত ৭
ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়েছে। এতে ৭ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে।
আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
urgentPhoto
নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ভালুকা পৌর এলাকার ভাণ্ডাব গ্রামের ফজলুল হক (৪৫), কাজল (৪১), ত্রিশালের আবদুল মোতালেব (৪২), ওয়াহিদুল ইসলাম তরুণ (৫০) ও নীলফামারীর ডিমলা উপজেলার নওশেদ (৩৫)।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের একজনের নাম কাজল। অন্যজনের নাম জানা যায়নি। আহত বাকিরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, এফএম পরিবহনের একটি বাস নেত্রকোনা থেকে ঢাকা আসছিল। পথে মেহেরাবাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
ভালুকা থানার উপপরিদর্শক (এসআই) সাঈদুর রহমান জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত লোকজনকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চারজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।