ময়মনসিংহে অটোরিকশাকে ট্রাকের চাপা, একজন নিহত
ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় কুতুব উদ্দিন নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুতুব উদ্দিনের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর লাশ সড়কের পাশেই পড়ে ছিল।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সাইদুল ইসলাম (৪৫), লাল মিয়া (৪৫), হাতেম আলী (৫০) ও শিমুল (২৫)। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। চারজনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশাটি কিশোরগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক এটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। পরে ট্রাক ফেলে চালক পালিয়ে যান।
ওসি আরো বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, সড়ক দুর্ঘটনার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে স্থানীয় লোকজন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।