চালের সরবরাহ কম, তাই দাম বেশি : অর্থমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/04/20/mustofa-kamal.jpg)
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাজারে চালের সরবরাহ কম তাই দাম বেশি। কৃষকরা তাদের উৎপাদিত চাল ঠিকমতো ঘরে তুলতে পারলে চালের দাম কমে আসবে বলে জানান তিনি।
আজ বৃহস্পতিবার প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থমন্ত্রী।
ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় অর্থ বিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির অংশ নেন।
সভায় বাজেটের ওপর মতামত তুলে ধরেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ।
চালের সরবরাহ কম হওয়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, গত বছর আমাদের অনেক বোরো ধান নষ্ট হয়েছে। ভারত, থাইল্যান্ডসহ আশপাশের যেসব দেশ থেকে আমরা চাল আমদানি করি, সেখানেও গত বছর ধানের উৎপাদন কম হয়েছে। তাছাড়া করোনাভাইরাসের কারণে অনেক দেশই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাভাবিক কৃষিকাজ ব্যাহত হয়েছে। ফলে চালের উৎপাদন কম হয়েছে। এতে চালের দাম বেড়ে গেছে।
আলোচনায় সাংবাদিকরা খাদ্য নিরাপত্তা, কৃষিতে ভর্তুকি বাড়ানো, পোল্ট্রি শিল্পের উন্নয়ন, নিউজপ্রিন্টের ওপর আরোপিত কর কমানো, করপোরেট ট্যাক্স কমানোর পরামর্শ দিয়েছেন।