রিভিউ শুনানির আগের দিন সাকা চৌধুরীর স্ত্রীর রিট
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) আগের দিন ট্রাইব্যুনালের রায় বাতিল চেয়ে তাঁর স্ত্রীর দায়ের করা রিট শুনতে অপরাগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।
আজ সোমবার বিকেলে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমেদ শিবলীর হাইকোর্ট বেঞ্চ এই অপারগতা প্রকাশ করেন।
আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মহসিন রশিদ উপস্থিত ছিলেন।
আইনজীবী মহসিন রশিদ সাংবাদিকদের বলেন, ‘আদালত রিট মামলাটি শুনতে অপারগতা প্রকাশ করছেন। এর আগে গত ২ নভেম্বর ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন সাকার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।’
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন সাকা চৌধুরী। আপিলেও তাঁর সর্বোচ্চ সাজা বহাল থাকে। গত ৩০ সেপ্টেম্বর সাকা চৌধুরীর ফাঁসির সাজা বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।