বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের ইন্তেকাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/05/08/kishoreganj-saroar-alam.jpg)
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের টানা দুইবারের চেয়ারম্যান মো. ছারওয়ার আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার ভোর ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মো. ছারওয়ার আলম দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল হক বাবুল বিষয়টি নিশ্চিত করে জানান, অবস্থার অবনতি ঘটলে গত ৭ মে তাঁকে ঢাকায় রেনেসাঁ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। আজ শনিবার বিকেল ৪টার দিকে বাজিতপুর ডাকবাংলোর মাঠে তাঁর জানাজা শেষে পৌর গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মো. ছারওয়ার আলম বাজিতপুর উপজেলায় টানা দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হন।