বরিশালে সাড়ে পাঁচ লাখ চিংড়ির রেনু পোনাসহ আটক ২০
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/06/03/barisal.jpg)
বরিশালে সাড়ে পাঁচ লাখ গলদা চিংড়ির রেনু পোনাসহ ২০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে চার লাখ গলদা চিংড়ির রেনু পোনাসহ ১৯ জনকে নৌ-পুলিশ এবং দেড়লাখ রেনুপোনাসহ একজনকে উপজেলা প্রশাসন আটক করেছে।
আজ বৃহস্পতিবার ভোরে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় বরিশাল সদর নৌথানা পুলিশের সদস্যরা।
সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, একটি ট্রাকে ২০টি ড্রামে ভর্তি করে রেনুপোনাগুলো ভোলা থেকে খুলনার দিকে নেওয়া হচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে ট্রাকে থাকা রেনুপোনাসহ ১৯ জনকে আটক করা হয়। আটককৃতরা জানিয়েছে, প্রতি ড্রামে ২০ হাজার করে গলদা চিংড়ির রেনু পোনা রয়েছে। বিষয়টি মৎস বিভাগ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, বরিশাল সদর উপজেলা পরিষদের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও দেড় লাখ গলদা চিংড়ির রেনুপোনাসহ একটি পিকআপ ও এক পাচারকারীকে আটক করেছে উপজেলা প্রশাসন।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনসার সদস্যদের সহায়তায় উপজেলা পরিষদের (থানা কাউন্সিল) সামনের সড়কে অভিযান চালানো হয়। এ সময় পটুয়াখালীর দশমিনা থেকে ঢাকামুখী একটি পিকআপে পাঁচটি ড্রামভর্তি দেড়লাখ গলদা চিংড়ির রেনু পোনা পাওয়া যায়। এ সময় একজনকে আটক করা হয়।