তাপবিদ্যুৎকেন্দ্র উচ্চ বিদ্যালয়ে মেধা পুরস্কার বিতরণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/21/photo-1448102710.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্র উচ্চ বিদ্যালয়ে মেধা পুরস্কার বিতরণ করেছে স্কুল কর্তৃপক্ষ। আজ শনিবার বেলা ১১টার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
পুরস্কার বিতরণের আগে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব ভূঁইয়া।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (অর্থ) মো. শরাফত আলী, আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী অচিন্ত্য কুমার সরকার, আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্র উচ্চ বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মাহবুবুল আলম তালুকদার প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত পিএসসি, জেডিসি ও এসএসসিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও উপহারসামগ্রী তুলে দেন প্রধান অতিথি এ এম এম সাজ্জাদুর রহমান।