ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে জেভরেভ ও সিৎসিপাস
২৫ বছর পর প্রথম জার্মান হিসেবে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠলেন আলেক্সান্ডার জেভরেভ। গতকাল মঙ্গলবার শেষ আটের লড়াইয়ের স্পেনের আলেহান্দ্রো দাভিদোভিখ ফোকিনাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন জার্মানির এই টেনিস তারকা। অন্যদিকে আজ বুধবার আরেক ম্যাচে ড্যানিল মেদভেদেভকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন স্টেফানোস সিৎসিপাস।
রোলাঁ গাঁরোয় শেষ ষোলোর প্রথম ম্যাচে স্পেনের আলেহান্দ্রো দাভিদোভিখ ফোকিনার বিপক্ষে ৬-৪, ৬-১, ৬-১ গেমে জিতেছেন জেভরেভ। এর আগে সবশেষে ১৯৯৬ সালে মিখায়েল স্টিচ খেলেছিলেন ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে। এতদিন পর জেভরেভের হাত ধরে ফের কোনো জার্মানকে পেল ফ্রেঞ্চ ওপেন।
অন্যদিকে রাশিয়ার দানিল মেদভেদেভের বিপক্ষে সরাসরি সেটে জিতেছেন পঞ্চম বাছাই সিৎসিপাস। তিনি জয় পেয়েছেন ৬-৩, ৭-৬ (৭-৩), ৭-৫ গেমে। ফাইনালে ওঠার লড়াইয়ে এবার মুখোমুখি হবেন জেভরেভ ও সিৎসিপাস।