সবার সামনে মাদক ছাড়ার ঘোষণা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/23/photo-1448279619.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার ১৪ ব্যক্তি মাদকসেবন ও মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন। এ জন্য তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে সরোদ মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে এই শুভেচ্ছা জানানো হয়। মাদক পরিহার করে মাদকাসক্তরা স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাঁদের স্বাগত জানাতে সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা, মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত, কমিউনিটি পুলিশের সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালক লায়ন ফিরোজুর রহমান ওলিও, জেলা নাগরিক কমিটির সভাপতি চিকিৎসক মো. বজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান চিকিৎসক মো. আবু সাঈদ প্রমুখ।