ময়মনসিংহ মেডিকেলে করোনায় ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/07/19/mymen-corona-photo.jpg)
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ ছিলেন। অপর ১০ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা যাওয়া পাঁচ জন হলেন ময়মনসিংহ সদরের কোহিনূর (৪০), অঞ্জলি (৮০), শরফুদ্দিন আহমেদ (৮৪), ত্রিশালের রিয়াদ (৬০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার আবু সাঈদ (৬০)।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জন হলেন ময়মনসিংহ সদরের আব্দুল জব্বার (৮০), হেলাল উদ্দিন (৯২), সুরতজান (৪২), ফুলবাড়িয়ার আব্দুল মজিদ (১০৫), গৌরীপুরের রফিক (৫০), গফরগাঁওয়ের নিজামউদ্দিন (৬৫), নেত্রকোনা সদরের আবুল হোসেইন (৬৫), পূর্বধলার শামীম তালুকদার (৫০), শামসুল হক (৬৮) ও শেরপুরের নকলা উপজেলার এনামুল হক (৬৫)।
ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৩৮১ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২০ জন।
এদিকে, গতকাল রোববার দিবাগত রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর টেস্টে মোট ২৮৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৪৪ জনের ও আরটি-পিসিআর টেস্টে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৮৪ শতাংশ।
জেলার সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী, ময়মনসিংহ সদরের ১৭৪ জন, নান্দাইলের ১৮ জন, ঈশ্বরগঞ্জের দুজন, গৌরীপুরের ১১ জন, ফুলপুরের ১১ জন, তারাকান্দার একজন, হালুয়াঘাটের তিন জন, মুক্তাগাছার ২৭ জন, ফুলবাড়িয়ার ১২ জন, ত্রিশালের ১০ জন, ভালুকার সাত জন ও গফরগাঁওয়ের ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ১১ হাজার ৭৮১ জনের করোনা শনাক্ত করা হলো। এ ছাড়া মৃত্যু হয়েছে ১২০ জনের।