ভৈরবে এক হাজার এতিমের পরিবারে মাংস বিতরণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/07/22/bhairab-meat-distribution-pic.jpg)
কিশোরগঞ্জের ভৈরবে এক হাজার এতিমের পরিবারে দুই কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের চণ্ডীবের এলাকার হাজী আসমত আলী এতিম শিশু বালিকা পরিবার ও জোবায়দা ওয়াজির এতিমখানার এক হাজার এতিম ও তাদের পরিবারের হাতে এই মাংস তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি বাংলাদেশের অর্থায়নে ও নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মসের ব্যবস্থাপনায় এই মাংস বিতরণ করা হয়।
ভৈরব পৌরসভার মেয়র আলহাজ মো. ইফতেখার হোসেন বেনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিমদের হাতে মাংসের প্যাকেট তুলে দেন। এ সময় কাতার চ্যারিটির কান্ট্রি ডিরেক্টর ডা. আমিন হাফিজ ওমর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রজেক্ট ইনচার্জ মো. জসিম উদ্দিন, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজি মো. মনির হোসেন, আয়কর কর্মকর্তা সৈয়দউল ইসলাম, হাজি আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রধান সমন্বয়কারী মাহিন সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, প্রজেক্ট ম্যানেজার ইউছুফ আহমেদ গালিব, হিসাব রক্ষক মুজিবুর রহমান, সহকারী শিক্ষক এ কে এম কামরুজ্জামান খান ও জোবায়দা ওয়াজির এতিমখানার সুপারিনটেনডেন্ট মাওলানা মনির হোসেন।