ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/09/26/brahmanbaria-nasirnagar-pic.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
যমজ দুই ভাই-বোন হলো জাকিয়া বেগম ও জাকির হোসেন। তারা ওই ইউনিয়নের মসলেন্দপুর গ্রামের মাসুক মিয়ার সন্তান। তাদের বয়স আড়াই বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে শিশু দুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের মা এসে দেখেন সন্তানরা নেই। এরপর বাড়ির আশপাশ ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বাড়ির পাশে পুকুরে গিয়ে দেখেন একটি মরদেহ ভাসছে। তারপর স্থানীয় লোকজনের সহযোগিতায় যমজ দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।