পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/10/14/index.jpg)
জারিয়া রেলস্টেশন, নেত্রকোনা। ফাইল ছবি
নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের নিচে কাটা পড়ে গোপাল ঘোষ (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। উপজেলার জারিয়া রেলগেট এলাকায় আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার জারিয়া গ্রামের মৃত সন্তোষ ঘোষের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জগন্নাথ ঘোষ পলির বাবা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ হতে জারিয়াগামী ২৭২ আপ লোকাল ট্রেনটি আজ সকাল পৌনে ৮টায় জারিয়া রেলস্টেশনে প্রবেশের মুহূর্তে রেলক্রসিং এলাকায় রাস্তা পার হতে গিয়ে গোপাল ঘোষ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি কানে কম শুনতেন।
পূর্বধলা রেলস্টেশনের বুকিং সহকারী আবদুল মোমেন জানান, ‘বিষয়টি জিআরপি পুলিশকে জানানো হলে তারা আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।’