আশুগঞ্জে ব্যবসায়ী ও শ্রমিক-কর্মচারীদের ক্ষতিপূরণের দাবিতে আলোচনা সভা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/06/ashuganj.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফেরিঘাট পুনর্বাসন মার্কেট ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘাটশ্রমিক কর্মচারীদের ক্ষতিপূরণের দাবিতে আলোচনা সভা বন্দর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আশুগঞ্জে ফেরিঘাট পুনর্বাসন মার্কেট ও ক্ষতিগ্রস্ত ব্যবসা রক্ষা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ফেরিঘাট পুনর্বাসন মার্কেট ও ক্ষতিগ্রস্ত ব্যবসা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক হাজি সাইদুর রহমান এবং সদস্য মো. জাকির হোসেন, গোলাম হোসেন ইপ্টি, নজরুল ইসলাম বকুল, ইব্রাহিম রহমান মোল্লা, মিজানুর রহমান, মজিবুর রহমান সরকার, মোশাররফ মুন্সি, আতাউর রহমান কবির প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ভূমি অধিগ্রহণ করার পূর্বে ও পুনর্বাসন মার্কেট দখল নেওয়ার পূর্বে বিনামূল্যে বা সরকারি খরচে বিকল্প পুনর্বাসন নদী তীরবর্তী জায়গায় বা বন্দর ঘেঁষে পুনর্বাসন করতে হবে, মালামাল পরিবহণের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা রেখে পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করা যেমন বিনামূল্যে যাবতীয় অবকাঠামোসহ বিদ্যুৎ ও গ্যাস সংযোগ রাস্তাঘাট, পানি, পয়ঃনিষ্কাশন এবং ড্রেনেজ ইত্যাদি নির্মাণ করে ঘরমালিক ও ব্যবসায়ীদের পুর্নবাসন প্রকল্পে স্থানান্তর করাসহ ১৫টি দাবি জানান তারা।
ব্যবসায়ী এবং বন্দর শ্রমিকদেরও ন্যায্য দাবি আদায় না হলে এর চেয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, আশুগঞ্জ বন্দরের লোড-আনলোডের সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার আশুগঞ্জ বন্দরকে আধুনিক এবং জেটি বৃদ্ধির জন্য নতুন একটি প্রকল্প বাস্তবায়ন করার লক্ষে জমি অধিগ্রহণ করা এবং পুনর্বাসনের জন্য কাজ শুরু ইতোমধ্যে শুরু করেছে। পুনর্বাসন যেন সুষ্ঠু এবং সঠিকভাবে বাস্তবায়ন হয় সে লক্ষে বন্দরের ব্যবসায়ীরা ন্যায্য দাবি আদায়ে সমাবেশ কর্মসূচি পালন করেছে।