নূর হোসেনের রক্তের সঙ্গে বেইমানি করেছে আওয়ামী লীগ : ভিপি নুর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/10/nur-1.jpg)
শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে আজ বুধবার পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। একই সময়ে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দও পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় গণ অধিকার পরিষদের আহ্বায়ক অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেন, নূর হোসেনের আত্মত্যাগ ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামরিক স্বৈরশাসক জেনারেল এরশাদের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকা আজকের স্বৈরাচার পতনেও নূর হোসেনের মতো অসংখ্য মানুষ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমরা জনগণকে সঙ্গে নিয়ে গণ অধিকার পরিষদের নেতৃত্বে এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনে মানুষকে তার হারানো অধিকার ফিরিয়ে দেব ইনশা আল্লাহ। বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশের জনগণকে গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা দেশে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানাব।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/10/nur-2.jpg)
গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, নূর হোসেনের আত্মত্যাগ ৯০-এর গণআন্দোলনকে বেগবান করেছিল। আওয়ামী লীগ নূর হোসেনকে যুবলীগের কর্মী দাবি করলেও আওয়ামী লীগই তাঁর (নূর হোসেন) রক্তের সঙ্গে বেইমানি করে সামরিক স্বৈরশাসক এরশাদের সঙ্গে জোট করেছে। স্বৈরাচার এরশাদের সঙ্গে জোট করে তারা মহা স্বৈরাচারে পরিণত হয়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরেও বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে না পারা অত্যন্ত দুঃখজনক। এ ব্যর্থতা বিদ্যমান রাজনৈতিক নেতৃবৃন্দের। তাই আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশকে গড়ে তুলতেই আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ গঠন করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে নূর হোসেনের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে গণ অধিকার পরিষদ কাজ করে যাবে।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন, ফারুক হাসান, মাহফুজ খান ও সোহরাব হোসেন, সহকারী আহ্বায়ক তামান্না ফেরদৌস শিখা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আতাউল্লা, যুগ্ম সদস্য সচিব ফাতেমা তাসনিম, জিলু খান, সহকারী সদস্য সচিব খাইরুল কবীর, নাজমুল হুদা প্রমুখ।