করোনা বাড়লেও কড়াকড়ি কমানো নিয়ে সুইজারল্যান্ডে ভোট কাল
ইউরোপে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে দেশে শুরু হয়েছে লকডাউন, চলাফেরায় আরোপ হচ্ছে কড়াকড়ি। আর, এমন সময়ে অনেকটা উল্টো পথে সুইজারল্যান্ড।
ইউরোপের দেশটিতে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। কিন্তু, এর মধ্যেই কোভিড-সংক্রান্ত কড়াকড়ি কমানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার ভোটাভুটিতে অংশ নেবেন সুইস জনগণ। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
করোনা মহামারির শুরু থেকেই সংক্রমণ ঠেকাতে বিশেষ ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে আসছে সুইস সরকার। সরাসরি গণতন্ত্রের দেশটিতে সরকারের আনুষ্ঠানিক ক্ষমতা থাকলেও, চূড়ান্ত সিদ্ধান্তের ভার জনগণের হাতে।
টিকা নেওয়ার বিষয়টিও সুইজারল্যান্ডে বেশ স্পর্শকাতর ইস্যু, বিশেষ করে জার্মান ভাষাভাষী এলাকাগুলোতে। সুইজারল্যান্ডের দুই-তৃতীয়াংশেরও কম মানুষ পূর্ণডোজ টিকা নিয়েছেন। টিকাদানে পশ্চিম ইউরোপের ধীরগতিসম্পন্ন দেশগুলোর অন্যতম সুইজারল্যান্ড। এর মধ্যেই দেশটিতে করোনার সংক্রমণও বাড়তে শুরু করেছে। সপ্তাহে ৪০ থেকে ৫০ শতাংশ করে বাড়ছে সংক্রমণ।
পাশ্ববর্তী দেশ জার্মানিতে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হলেও সুইজারল্যান্ডের সরকারকে এ বিষয়ে ভোটের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।
এর আগেও পাশের দেশগুলোর লকডাউন যতটা কঠোর ছিল, সুইজারল্যান্ডে কখনোই ততটা ছিল না। লোকজন যখন খুশি ব্যায়াম করতে বের হয়েছিল, আর স্কুলগুলো মাত্র কয়েক সপ্তাহ বন্ধ ছিল।
সুইজারল্যান্ডে গত সেপ্টেম্বর থেকে পানশালা, ক্যাফে, রেস্তোরাঁ, সিনেমা হল, জাদুঘর, খেলার মাঠে এবং সশরীরে বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে যেতে টিকাপ্রাপ্তির সনদ বাধ্যতামূলক করা হয়।