রাজবাড়ীতে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/19/photo-1450520688.jpg)
রাজবাড়ী সদর উপজেলায় পাঁচ বছরের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের অভিযোগে গতকাল শুক্রবার রাতে মিজানুর রহমান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান হোসেন জানান, শুক্রবার দুপুরে শিশুটি নিজ বাড়িতে একাকী খেলছিল। এ সময় প্রতিবেশী মিজানুর তাকে ফুসলিয়ে বাড়ির অদূরে নিয়ে ধর্ষণ করে। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে নিকটবর্তী গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মেয়েটির বাবা শুক্রবার রাতে রাজবাড়ী সদর থানায় মামলা করলে পুলিশ মিজানুরকে গ্রেপ্তার করে।