নিরপেক্ষ নির্বাচনে ইসিকে সব ধরনের সহযোগিতা : ওবায়দুল কাদের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/19/photo-1450531422.jpg)
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে (ইসি) সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
আজ শনিবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শ্রমকল্যাণ কেন্দ্র মাঠে স্থানীয় সমন্বিত সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের উদ্যোগে ১০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধনের পর মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় শিগগিরই আশুগঞ্জ-আখাউড়া সড়কে চার লেনের কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দিয়ে ওবায়দুল কাদের বলেন, আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চার লেনের কাজ ভারতীয় অর্থায়নে হওয়ার কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বাংলাদেশ সফর করেছেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়েছে। ভারতের লাইন অব ক্রেডিটে (এলওসি) আখাউড়া-আগরতলা সড়কও অন্তর্ভুক্ত রয়েছে।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বিএনপির অভিযোগ অস্বীকার করে সেতুমন্ত্রী বলেন, ‘অভিযোগ, নালিশ ছাড়া বিএনপির আর কোনো পুঁজি নেই। তারা নালিশসর্বস্ব রাজনীতির দিকে ঝুঁকে পড়ছে। কথায় কথায় নালিশ দিচ্ছে। গত সিটি করপোরেশন নির্বাচনেও বিএনপি জিতে গিয়ে নালিশ করছিল যে আওয়ামী লীগ নির্বাচনে হস্তক্ষেপ করছে, কারচুপি করছে। নালিশ দেওয়া তাদের পুরোনো অভ্যেস।’
সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি মো. আলমগীর কবিরের সভাপতিত্বে বিজয় মেলার উদ্বোধনী আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. মঈন উদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।
উদ্বোধনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মন্ত্রী। আলোচনা শেষে মেলায় রাত সাড়ে ৮টা থেকে প্রখ্যাত ফোকশিল্পী বারী সিদ্দিকীর একক সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।