সত্য প্রকাশের যাত্রা অব্যাহত রাখবে এনটিভি: অ্যাটর্নি জেনারেল
দেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি ২২ বছরের যাত্রা শেষ করে ২৩ বছরে পদার্পণ করেছে। আশা করি, সত্য প্রকাশের যে উদ্দেশ্য নিয়ে এনটিভি যাত্রা শুরু করেছে তা অব্যাহত রাখবে।
বাংলাদেশে গণতন্ত্রের দ্বার উন্মোচনের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতার জন্য, প্রধান বিচারপতির বিচার বিভাগের জন্য যে মহাপরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নে এনটিভি কাজ করে যাবে বলে আশা করি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনটিভির সকল কর্মকর্তা-কর্মচারিকে শুভেচ্ছা জানাই। যে কঠিন প্রত্যয় নিয়ে এনটিভি যাত্রা শুরু করেছে, আশা করি, তা অব্যাহত রাখবে।
লেখক : অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সরকার