‘মানবিক সাংবাদিকতা স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে সহায়ক হবে’

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রক্তরোগ বিভাগের সাবেক চেয়ারম্যান হিসেবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
একজন চিকিৎসক হিসেবে আমি বিশ্বাস করি, রোগী, চিকিৎসক এবং সাংবাদিক দেশের রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। সম্মিলিত প্রচেষ্টায় উন্মোচিত হতে পারে মানবিক স্বাস্থ্য কাঠামোর শক্ত ভিত্তি।
এনটিভি দীর্ঘদিন ধরে যে দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতা করছে, তা স্বাস্থ্যখাতেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিশেষ করে জটিল রোগ, যেমন- রক্তস্বল্পতা, ক্যান্সার বা থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া নিয়ে সচেতনতামূলক প্রতিবেদন, চিকিৎসা সেবার সীমাবদ্ধতা ও সম্ভাবনা তুলে ধরা— এসবই স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব ফেলেছে।
রোগীদের পাশে দাঁড়ানো, দেশের ক্রান্তিকালে চিকিৎসকদের অবদানকে জনসম্মুখে তুলে ধরা এবং স্বাস্থ্যনীতি নিয়ে গঠনমূলক আলোচনা— প্রতিটি ক্ষেত্রে এনটিভির ভূমিকা মনে রাখার মতো।
আশা করি, এনটিভি ভবিষ্যতেও তথ্যনির্ভর ও মানবিক সাংবাদিকতার মাধ্যমে চিকিৎসা ও স্বাস্থ্যসেবাকে আরও এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।
লেখক : সাবেক চেয়ারম্যান, রক্তরোগ বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।