সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

সৌদি আরবের একটি প্রতিষ্ঠানের শ্রমিকদের বাসভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চার বাংলাদেশি।
গত বছরের ২৯ ডিসেম্বর দেশটির মক্কা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরের তায়েফ জেদ্দা বাইপাস সড়কের কাছে তরিক আল-খাওয়াজাত নামক স্থানে সিডর কোম্পানির শ্রমিক ভিলায় এ ঘটনা ঘটে।
জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল-শ্রম (স্থানীয়) আলতাফ হোসেন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার আলোকদিয়া গ্রামের আবদুর সবুরের ছেলে শরিফুল ইসলাম, একই উপজেলার সিকদারপাতা গ্রামের হানিফের ছেলে শহিদুল ইসলাম, ঘাটাইল উপজেলার মাটিয়াটা গ্রামের মোহাম্মদ চান মাসুদের ছেলে মোহাম্মদ আরিফ হোসেন ও পেচারআটা গ্রামের নান্নু মিয়ার ছেলে আরিফ হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুঠিরবাজার গ্রামের আবদুল ভূঁইয়ার ছেলে সোহেল রানা। এঁদের মধ্যে নান্নু মিয়ার ছেলে আরিফ হোসেন গুরুতর আহত হয়ে মক্কার আল-নূর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার সকালে মারা যান।
সিলিন্ডার বিস্ফোরণে আহতরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নওটানা গ্রামের মোহাম্মদ ইসমাইলের ছেলে খায়রুল, একই উপজেলার চরকামারী গ্রামের মকবুল মিয়ার ছেলে রুবেল, নয়াপাড়া গ্রামের রুবেল ও সুলতান মিয়া। এঁদের মধ্যে খাইরুলের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে আইসিউতে রাখা হয়েছে।
সিডর কোম্পানির প্রকল্প ব্যবস্থাপক ব্যবস্থাপক হাইছাম আহমদ ও কোম্পানির অপারেশন ব্যবস্থাপক (বাংলাদেশি) হারুন এই সব তথ্য জানিয়েছেন।
শ্রম কনস্যুলেটর আলতাফ হোসেন বলেন, ‘মক্কার সিডর কোম্পানিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা শোনার সঙ্গে সঙ্গে আমরা কনস্যুলেটের একজন কর্মকর্তাকে ঘটনাস্থলেই পাঠিয়েছি। বাংলাদেশি যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার ব্যাপারে কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আর যাঁরা নিহত হয়েছেন, তাঁদের স্থায়ীভাবে দাফন/বাংলাদেশে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ, পরামর্শ ও এ-সংক্রান্ত কাগজপত্র কোম্পানির প্রতিনিধির কাছে হস্তান্তর করেছি।’