মক্কায় বিএনপির সাবেক এমপিকে সংবর্ধনা

সৌদি আরবের মক্কা নগরীতে বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) কলিম উদ্দিন মিলনকে সংবর্ধনা দিয়েছে সৌদি আরব বৃহত্তর মক্কাপ্রবাসী সিলেট ফোরাম। গত সোমবার স্থানীয় একটি হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মক্কার স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ সিলেটবাসীর সমাগম ঘটে।
সৌদি আরবের বৃহত্তর সিলেট বিএনপির সভাপতি মো. জুয়েল রানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মক্কার ব্যবসায়ী আবদুল খালেক খলকু।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুনতাছির আলী, সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন, মক্কা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম পারভেজ মৃধা ও জেদ্দা মাছনা বিএনপির সভাপতি ওয়েছ আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সৌদি আরব বৃহত্তর সিলেট বিএনপির সাধারণ সম্পাদক কামাল খান, সাংগঠনিক সম্পাদক মো. আমিন তালুকদার, মাওলানা সোলাইমান ও মির্জা লোকমান।
সভায় উপস্থিত ছিলেন মক্কার ব্যবসায়ী আহমেদ হোসেন, আক্কাস খান, ওয়াদুদ মির্জাসহ আরো অনেকে।