রিয়াদে জিয়াউর রহমানের জন্মদিন পালন

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন সৌদি আরবের রিয়াদে পালিত হয়েছে। সোমবার রাতে রিয়াদের বাথা ফোর স্টার হোটেলে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আয়োজন করে ১/১১ সংকটকালে রিয়াদে প্রতিষ্ঠিত তারেক মুক্তি আন্তর্জাতিক পরিষদ।
আলোচনা অনুষ্ঠানে প্রবাসী নেতারা বলেন, বহুদলীয় গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার ছিলেন শহীদ জিয়াউর রহমান।
তারেক মুক্তি আন্তর্জাতিক পরিষদের সভাপতি ও সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চানের সভাপতিত্বে জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন উপলক্ষে ‘বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ রুহুল আমিন বাবুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রবাসী চট্টগ্রাম বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাকের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সৌদি আরব বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন ফরাজি, সৌদি আরব বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খোকন, সহসভাপতি হাবিবুর রহমান জাফর, প্রচার সম্পাদক কাজী আয়ুব আলী, প্রবাসী নরসিংদী জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বায়েজিদ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুদ, দপ্তর সম্পাদক আলমগীর কবির।
আলোচনা সভায় প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা সাংবাদিক সোহরাব হোসেন লিটন, সৌদি আরব বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহফুজ পাটওয়ারী, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোজজাফর হুসাইন, প্রবাসী চট্টগ্রাম যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, প্রবাসী নোয়াখালী বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দীন পাটওয়ারী, চট্টগ্রাম বিএনপি নেতা এম এ জসীম, সরওয়ার ইসলাম সুমন, জামায়াতে ইসলামীর নেতা আবুল হুসাইন, জাহাঙ্গীর মেম্বার, সাংবাদিক আল আমীন, আবদুল কাদের চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসিন চৌধুরী, মাই টিভির সৌদি আরব ব্যুরোপ্রধান আবদুল হালিম নিহন, আজাদ সালাহ উদ্দীনসহ সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রয়াত জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় ১/১১ সংকটকালে জেনারেল মইন উ আহমেদের প্রবাসী অনুসারীদের নতুন করে দল ও দেশবিরোধী অপতৎপরতার প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের দৃষ্টি কামনা করা হয়।