সৌদি আরব হাইল প্রদেশ বিএনপির নতুন কমিটির অভিষেক

সৌদি আরবের হাইল প্রদেশের বিএনপির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে গত শুক্রবার। অনুষ্ঠানে সৌদি আরব বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এক-এগারোর সংকটকালে জেনারেল মইন উ আহমেদের প্রবাসী অনুসারীদের নতুন করে প্রবাসে দল ও দেশবিরোধী অপতৎপরতার প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুলের দৃষ্টি কামনা করেন।
তৃণমূলের প্রতিনিধিদের ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হাইল প্রদেশ বিএনপির নতুন কমিটির সভাপতি হাফেজ মাওলানা হেদায়েত উল্লাহর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সৌদি আরব কেন্দ্রীয় কমিটি পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ রুহুল আমীন বাবুল। প্রধান বক্তা ছিলেন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির সাংগঠনিক সমন্বয়কারী আবদুল হাকিম ও অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন ফরায়েজি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন, হাইল প্রদেশ কমিটির সাংগঠনিক সম্পাদক এম শহীদুল ইসলাম সরকার ও সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য দেন হাইল প্রদেশ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলাল, সাবেক আহ্বায়ক শহীদ উল্লাহ বাদল, সাবেক সদস্য সচিব আমান উল্লাহ আমান, নবনির্বাচিত সহসভাপতি হুমায়ুন কবির হীমু, জাফর মোল্লা ও মামুনুর রশীদ, নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক পাটওয়ারী বাবলু, অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিঠা, মাওলানা এনায়েত, নুরুল হুদা, জামাল পাঠান ও নাসির উদ্দীন, প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির জাহিদুল ইসলাম ভূঁইয়া, প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা সাংবাদিক সোহরাব হোসেন লিটন প্রমুখ।
অনুষ্ঠানে ২৫-২৬ জন বিশিষ্ট সৌদি নাগরিক উপস্থিত থেকে বক্তব্য দেন। তাঁরা বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশি নাগরিকদের ভূয়সী প্রশংসা করেন। এ ছাড়া হাইল প্রদেশ বিএনপির বিভিন্ন আঞ্চলিক সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় হাইল প্রদেশ বিএনপির নবনির্বাচিত নেতারা তাঁদের বক্তব্যে বলেন, মুখোশধারী, ভণ্ড, ১/১১-এর দালাল ও অনৈতিক চরিত্রহীন নেশাখোর এবং দলের অর্থ আত্মসাৎকারী, নব্য বিএনপি নামধারীদের সৌদি আরব বিএনপির নেতৃত্ব থেকে বিতাড়নের সংগ্রাম চালিয়ে যেতে হবে।