অস্ট্রেলিয়ায় স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাঙালিদের আয়োজনে শত কণ্ঠে স্বাধীনতার গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : এনটিভি
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু দিবসের সূচনা হয়। এরপর শত কণ্ঠে স্বাধীনতার গান পরিবেশন করা হয়।
ক্যানবেরার প্রাণকেন্দ্রে অবস্থিত গ্যারিমা প্যালেসে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাঙালিদের আয়োজনে শিশু-কিশোরসহ শতাধিক প্রবাসী বাঙালি মঞ্চে দাঁড়িয়ে দেশাত্মবোধক ও স্বাধীনতার গান পরিবেশন করেন।
অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেনসহ এক হাজারের বেশি মানুষ স্বাধীনতার গানের অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে ক্যানবেরা সরকারের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।