রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে মানববন্ধন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে গত বৃহস্পতিবার কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্প্রতি মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন, খুন, ধর্ষণ ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) ওয়াশিংটন ডিসিতে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। মানববন্ধনটি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে মিয়ানমার দূতাবাসে গিয়ে শেষ হয়। মানববন্ধনে বাগডিসির কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সংগঠনের কর্ণধার, সমাজের গুণী ব্যক্তিত্ব, ছাত্র-শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ পাবলিকেশন্স ডিপার্টমেন্টাল চিপ স্মারকলিপি গ্রহণ করেন। পরে মিয়ানমারের দূতাবাসের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মেরিল্যান্ডের কংগ্রেস ড. বিলাল আলী, মোহাম্মদ আলমগীর, অ্যান্থনি পিউস গমেজ, ড. খন্দকার মনসুর, সুলতান চৌধুরী, রেদোয়ান চৌধুরী, মাহমুদুন নবী বাকী প্রমুখ। বক্তব্যে অং সান সু চি ও তাঁর নোবেলপ্রাপ্তির বিষয়ে তীব্র সমালোচনা করা হয়। মিয়ানমার দূতাবাসের গেট তালাবদ্ধ ছিল এবং অনেক অনুরোধ করা সত্ত্বেও দূতাবাসের কেউই গেট না খোলায় দূতাবাসে স্মারকলিপি সরাসরি হস্তান্তর সম্ভব হয়নি।