অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশিদের আন্তর্জাতিক সম্মেলন। গত ৩০ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি শহরের রকডেল এলাকার রেডরোজ ফাংশন সেন্টারে 'সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশিস (এনআরবি)- শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এনআরবির আন্তর্জাতিক সম্মেলনের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রেসিডেন্ট আবদুল হামিদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কমনওয়েলথ প্রধান ইংল্যান্ডের রাণী দ্বিতীয় এলিজাবেথ, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল, আরব-বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল ইসলামের বাণী পাঠ করে শোনানো হয়।
এনআরবির চেয়ারম্যান এম এস শাকিল চৌধুরী তাঁর বক্তব্যে বাংলাদেশের অর্থনীতি ও আন্তর্জাতিক সম্মেলন ২০১৫ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে হলে প্রবাসীদের সহায়তার কোনো বিকল্প নেই। ২০৩০ সালের মধ্যে আমরা বাংলাদেশকে বিশ্বের ৩০তম বৃহৎ অর্থনৈতিক দেশ হিসেবে দেখতে চাই।’
প্রধান অতিথির বক্তব্যে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা সরকার গুরুত্বসহকারে বিবেচনা করে।
এনআরবির আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন অস্ট্রেলিয়া ফেডারেল পার্লামেন্ট এমপি, সাবেক ইমিগ্রেশন মিনিস্টার ও বর্তমান শ্যাডো ফাইন্যান্স মিনিস্টার টনি বার্ক, ডাইভারসিটি ক্যানটারবারী সিটি কাউন্সিলের মেয়র রবার্ট ব্রায়ান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আহসান উল্লাহ ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি ওবায়েদুর রহমান।