কুয়ালালামপুরে স্বাধীনতা দিবস উদযাপন

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা দিবস উপযাপন করা হয়েছে। শনিবার ২৬ শে মার্চ সকালে কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তিলাওয়াত, স্বাধীনতাযুদ্ধে নিহত শহীদদের প্রতি সমবেদনা ও দোয়ার মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম।
বাংলাদেশ হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি মুশাররাত জেবীনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদ, রাজনৈতিক সচিব রইস হাসান সরোয়ার, প্রথম সচিব এস কে শাহীন ও দ্বিতীয় সচিব তাহমিনা সুলতানা। আরো উপস্থিত ছিলেন লেবার কনস্যুলার ছায়েদুল ইসলাম মুকুল, ফার্স্ট সেক্রেটারি শাহিদা সুলতানা প্রমুখ।
হাইকমিশনার শহীদুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় ৪৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান। সংক্ষিপ্ত বক্তব্যে শহীদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন ২৬শে মার্চ। সেদিন বঙ্গবন্ধুর নির্দেশে যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল তা মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছিল।’