মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/26/photo-1461685795.jpg)
সৌদি আরবের মক্কার আরাফাতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো দুজন। গতকাল সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. বুরহানুদ্দিন মৌলভীবাজার সদর উপজেলার মিরপুর কাজীর বাজার আলহাজ আবদুর রহমানের ছেলে। আহত দুজন হলেন নিহতের ছোট ভাই কাতারপ্রবাসী মো. শিহাব উদ্দিন এবং কুমিল্লা জেলার বরুড়া উপজেলার সিকান্দার আলীর ছেলে মো. সামশুল হক। শিহাব কাতার থেকে ওমরা হজ করতে মক্কায় এসেছিলেন। আহত দুজন বর্তমানে মক্কার আল নূর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সাংবাদিক সেলিম আহমেদ এনটিভি অনলাইনকে জানান, গতকাল সকালে বুরহানুদ্দিন, শিহাব ও সামসুল গাড়িতে করে মক্কার ইসলামিক ঐতিহাসিক নিদর্শন স্থান ঘুরে দেখছিলেন। এ সময় মক্কা শহরের অদূরে আরাফাতের রাস্তায় সিগনাল ক্রস করার সময় পেছন থেকে দ্রুতগামী একটি গাড়ি তাঁদের গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই বুরহানুদ্দিন মারা যান। শিহাব ও সামসুল আহত হন।