রিয়াদে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

সৌদি আরবের রিয়াদে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জ্যাব) সৌদি আরব শাখা শনিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করেছে।
এই উপলক্ষে এক আলোচনা সভায় প্রবাসী ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতারা বলেছেন, দেশে গণমাধ্যম কর্মীরা নানানভাবে হয়রানির শিকার। অনেক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বন্ধ রয়েছে।
গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু উল্লেখযোগ্য নন্দিত ব্যক্তি কারাগারে বন্দি। বন্ধ গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দিয়ে গণমাধ্যমের মুক্ত পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান তাঁরা।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সৌদি আরব শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে সমন্বয়ক ফারুক আহমেদ চান। আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সৌদি আরবের পূর্বাঞ্চল শাখার সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম। গণমাধ্যমের চলমান সমস্যা ও প্রতিকারের ওপর আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজনীতিবিদ শেখ রুহুল আমিন বাবুল, সাহাবুদ্দিন ফরাজী, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মিজানুর রহমান, প্রবাসী নরসিংদী জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বাইজিদ, কাজী আইয়ুব আলী, প্রবাসী কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির নেতা মোতালেব মোল্লা, প্রবাসী চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আমির হোসেন, প্রবাসী কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, জ্যাব নেতা মাসুদ রানা, বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহফুজ পাটোয়ারী, মাজহারুল ইসলাম মিঠুনসহ বিভিন্ন গণমাধ্যম, সুশীল সমাজ ও ব্যবসায়ী সমাজের বরেণ্য ব্যক্তিরা। আলোচনা সভায় গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের বিপুল ব্যক্তি উপস্থিত ছিলেন।