সৌদি আরবে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাদের সংবর্ধনা

সৌদি আরব বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডা. কাজী মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হওয়ায় তাঁদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সৌদি আরবের বিভিন্ন জেলা শাখা আওয়ামী পরিবারের পক্ষ থেকে রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৌদি আরব বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডা. নিয়াজ মোহাম্মদ খান। সংবর্ধনা কমিটির সদস্য সচিব কৃষিবিদ শামিম আবেদিনের তত্ত্বাবধানে ডা. সরোয়ার জাহানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাম্মামের প্রবীণ রাজনীতিবিদ হাছিবুর রহমান প্রামাণিক, আল কাসিম বুরাইদা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডা. রেজাউল ইসলাম রিপন, দাম্মাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান, আবদুর রাজ্জাক, ডা. সমীর দত্তসহ রিয়াদ, দাম্মাম, আল গাছিম, বুরাইদা ও খাবজি প্রদেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।