রিয়াদে বিএনপি নেতা শাহজাহানকে সংবর্ধনা

রিয়াদে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহানের সম্মানে ইফতার মাহফিল ও সংবর্ধনা সভা হয়েছে।
সৌদি আরবের পূর্বাঞ্চল বিএনপির দেওয়া ইফতার ও সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, ‘পদ-পদবিকে তুচ্ছ করে তৃণমূলে বলিষ্ঠ নেতৃত্বের সমন্বয়ে দলকে ঢেলে সাজাতে পারলে দেশ ও জাতির স্বপ্নের গণতন্ত্র আবারও ফিরে আসবে।’ তিনি দেশে বিদেশে সকল পর্যায়ে জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
দলটির সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সবেক দুই সভাপতি ইঞ্জিনিয়ার আফসারুল আলম ও সাহাবুদ্দিন তুর্কি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বেপারী ও রিয়াদ মহানগর সভাপতি অ্যাডভোকেট সিদ্দিকীর রহমান ইমরান, ডা. এম এ সালাম, আবু কাউসার, শরিফ হোসেন খান, মামুন চৌ, সাহাবুদ্দীন ফরায়েজী, দেলোয়ার হোসেন রিপনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আঞ্চলিক সংগঠনের শত শত প্রবাসী নেতাকর্মী।
পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে বিএনপির সৌদি আরব কেন্দ্রীয় কমিটির পূর্বাঞ্চল পক্ষ থেকে আজীবন সম্মাননা ও প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে বিশেষ সম্মাননা পদকে ভূষিত করা হয়। বিভিন্ন জেলা আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে সংবর্ধিত অতিথি মোহাম্মদ শাহ্জাহানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বেশ কয়েকজন সৌদি বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন।