মালয়েশিয়ায় বৈধকরণ প্রকল্পে সোয়া লাখ নিবন্ধন

মালয়েশিয়ায় চলমান অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়ার (রি-হায়ারিং) প্রকল্পে গত ১৩ জুন পর্যন্ত বাংলাদেশিরাসহ এক লাখ ২৪ হাজার ২৭৯ জন শ্রমিক নিবন্ধন করেছেন। গত বৃহস্পতিবার মালয়েশিয়ার সংসদে এ তথ্য জানান মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি আহমদ জাহিদ হামিদি।
বৈধকরণ প্রকল্পে শুধু বাংলাদেশি কতজন নিবন্ধন করেছেন এর সঠিক সংখ্যা জানা যায়নি। এদিকে মাই ইজি মনোনীত কিছু প্রতিষ্ঠান নিবন্ধন কাজ চালিয়ে যাচ্ছে। এমনই একটি প্রতিষ্ঠান মালয়েশিয়ার মিজান গ্র্যান্ড এসডিএন বিএইচডি।
মিজান গ্রান্ডের পরিচালক এনটিভি অনলাইনকে বলেন, এই পর্যন্ত তাঁরা প্রায় ৬০০ বাংলাদেশি শ্রমিকের নিবন্ধন কাজ সম্পন্ন করেছেন। এখনো নিবন্ধনের কাজ চলছে। আগামী ৩০ জুন পর্যন্ত নিবন্ধনের সুযোগ আছে।
মালয়েশিয়ার সংসদে উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি আহমদ জাহিদ হামিদি বলেন, অবৈধ বিদেশি শ্রমিক আটকের জন্য সারাদেশে পাঁচ হাজার ৬২২টি অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে ৯১ হাজার ৭৫ জন শ্রমিকের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৭ হাজার ৩৬৯ জনকে অবৈধ পাওয়া গেছে। এদের অনেকেই দেশটিতে বৈধ কাগজপত্র ছাড়াই অবস্থান করছিলেন দেশে রয়েছে। অনেকের ভিসায় আবার ভুল পাওয়া গেছে। মন্ত্রী জানান এ পর্যন্ত ৩২ হাজার ৮০৩ শ্রমিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
প্রতি মাসে কতজন বাংলাদেশি ট্রাভেল পাস নিয়ে দেশে যাচ্ছেন এ প্রসঙ্গে জানতে চাইলে কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি লেবার উইং মোশাররাত জেবিন বলেন, আগের তুলনায় কুয়ালালামপুর দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের ভিড় বেড়েছে। প্রতিদিন তাঁরা ৮০ হইতে ৯০টি ট্রাভেল পাস দেন।
অভিযানে অবৈধ বিদেশি শ্রমিক রাখায় ৬২২ জন মালিককে জরিমানা ও শাস্তি প্রদান করা হয়েছে। এ ছাড়া শ্রমিক নেওয়া ও অবৈধ প্রক্রিয়ায় জড়িত থাকার অপরাধে সাতটি সিন্ডিকেট ধ্বংস করা হয়েছে।