সৌদি আরবে হাইল প্রদেশ বিএনপির ইফতার অনুষ্ঠিত

সৌদি আরবের হাইল প্রদেশ বিএনপি আয়োজিত ইফতারে কয়েকশ প্রবাসী অংশ নেন। ছবি : এনটিভি
সোদি আরবের হাইল প্রদেশে দলের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের সম্মানে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাইল প্রদেশ বিএনপি এর আয়োজন করে।
প্রতিবারের মতো এবারও হাইল প্রদেশ আয়োজিত বিএনপির ইফতারে কয়েকশ প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় বিএনপির সভাপতি হাফেজ মাওলানা হেদায়েতুল ইসলাম।
স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আ. কাইয়ুম পিনস ও লিটন সরকারের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক আনোয়ার হেসেন, মনিরুজ্জামান মিঠাসহ দলের সাবেক ও বতমান কমিটির জ্যেষ্ঠ নেতারা।
ইফতার আগে দেশ, জাতি ও শহীদ জিয়া পরিবার এবং চলমান আন্দোলনে আহত ও নিহত নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়।