মালয়েশিয়ায় যুবলীগের ইফতার

বাংলাদেশ আওয়ামী যুবলীগের মালয়েশিয়া শাখার পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি ও দলীয় নেতাকর্মীদের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কুয়ালালামপুরে যুবলীগ মালয়েশিয়া শাখা অফিসে গত শনিবার এর আয়োজন করা হয়।
যুবলীগ মালয়েশিয়া শাখার আহ্বায়ক তাজকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ, সাবেক সহসভাপতি মকবুল হোসেন মুকুল, যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, সাবেক সহসভাপতি হাজি জাকারিয়া, সাবেক সহসভাপতি জসীম চৌধুরী, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, আবদুল করিম, আবুল হোসেন, শফিকুর রহমান চৌধুরী, কবি আলমগীর হোসেন, তাজুল ইসলাম মান্না, প্রদীপ কুমার বিশ্বাস ও অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরান, শাখাওয়াত হক জোসেফ প্রমুখ।
ইফতারে আরো উপস্থিত ছিলেন যুবলীগের মালয়েশিয়া শাখার যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, জহিরুল ইসলাম, মাসুদুল আলম রনি, শরিফ আহমেদ রাজু, রেজাউল হক লায়ন, বাবলু মোল্লা, আল আমীন, ফরহাদ, রায়হান রাজু, কামরুল মাহমুদ, রানা গাজী, মিজান, আবু শামা আকন্দ, শহীদুল ইসলাম, মোশাররফ হোসেন ও আনোয়ার।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের শামসুল হক শ্রমিক লীগের মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সহসভাপতি শাহ আলম হাওলাদার, সহসভাপতি রাজীব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম ওয়াজেদ, রাসেল খান, কবিরুজ্জামান জীবন, এস এম রাফি সাদেক, শেখ আরমান হোসেন, শাহীন পাটোয়ারী, রায়হানসহ অনেকে।
অনুষ্ঠানে দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।