মালয়েশিয়ায় মামা সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর ইফতার মাহফিল

বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়ার বাঙালিদের সংগঠন ‘মামা সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী’।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান এমদাদুল হক সবুজের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পগোষ্ঠীর সভাপতি কমল চন্দ্র দাস।
স্থানীয় সময় রোববার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সহসভাপতি আবু সামা আকন্দ, এস কে মুকুল, শাহ আলম হাওলাদার, শাখাওয়াত হক জোসেফ। আরো ছিলেন সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম রনি, প্রচার সম্পাদক জাকির হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ জাহাঙ্গীর, সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম, ওস্তাদ পারভেজ রব, কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, আকুব্বার মাহমুদ প্রমুখ।
শত কর্মব্যস্ততার মধ্যে ইফতার মাহফিলে উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন মানিক মিয়া, ইমরান মিয়া, আনোয়ার হোসেন পারভেজ, মোশাররফ হোসেন, দেলোয়ার হোসেন খোকন, রাজ, সোহেল, মোসাদ্দেক, মিলন, জাহাঙ্গীর, আরিফুর রহমান ও তোফাজ্জেল খান।
অনুষ্ঠানে বিশ্বজুড়ে থাকা অসহায় প্রবাসী বাংলাদেশিদের জন্য দোয়া করা হয়।