মক্কায় প্রবাসী কক্সবাজার পৌর বিএনপির ইফতার মাহফিল

সৌদি আরবের মক্কার নাক্কা এলাকার একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার প্রবাসী কক্সবাজার পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব মো. ফরিদুল আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সামসুল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর, উখিয়া উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, মোসতাক আহমেদ, মোক্তার আহমদ, ছৈয়দুল হক, আবুল হোসেন, মোজাম্মেল হক ও সামসুল আলম সমসু মিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য দেন মক্কায় রামু উপজেলা বিএনপির সভাপতি মো. আইয়ুব, মক্কায় মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, মক্কায় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল হক।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ওবাইদুল হক, জানে আলম, নুরুল হুদা, মনিরুজ্জামান, মো. ওমর ফারুক, ছুরত আলম, আজিজুল হক, সফিউল হক সম্রাট, আবদুর রহিম, ছৈয়দ করিম, ইব্রাহিম, সাইফুল আলম, তৌহিদুল আলম, রেজাউল করিম ও আবদুর রহিম।
ইফতার ও দোয়া মাহফিল শেষে কক্সবাজার জেলা কমিটির সভাপতি মো. শাহজাহান চৌধুরীর সঙ্গে টেলিকনফারেন্সে মতবিনিময় করা হয়। তিনি প্রবাসে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং প্রবাসী জেলা কমিটিকে শক্তিশালী করে গঠন করার জন্য পরামর্শ দেন। পরে প্রবাসী কক্সবাজার পৌরসভা বিএনপির নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন জানান।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। অনুষ্ঠানে মক্কার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।