মক্কায় স্বেচ্ছাসেবক লীগ মাআবদা শাখার ইফতার অনুষ্ঠিত

সৌদি আরবের মক্কায় স্বেচ্ছাসেবক লীগ মাআবদা শাখার ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সার আল হজ্জ এলাকায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও মো. ফরিদের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মক্কা স্বেচছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম কোম্পানি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, মক্কা বন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র উপদেষ্টা ফরিদুল আলম সিকদার ও আওয়ামী স্বেচছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাসেম আলী। আরো বক্তব্য দেন, মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমান উল্লাহ, মক্কা বন্ধু পরিষদ মাআবদা শাখার সভাপতি হাবিব উল্লাহ সওদাগর, নেজাম উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় মক্কা আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দোয়া মাহফিলে দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।