সৌদি আরবের আল খারিজ প্রাদেশিক বিএনপির ইফতার

সৌদি আরবের আল খারিজ প্রাদেশিক বিএনপির আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপির উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়।
আল খারিজ প্রাদেশিক বিএনপির সভাপতি আসলাম মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব কেন্দ্রীয় পূর্বাঞ্চল বিএনপির সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসন বেপারী, রিয়াদ যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, জুবাইল প্রদেশ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এয়ার আহমেদ।
ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন আল খারিজ বিএনপির পৃষ্ঠপোষক জিয়া উদ্দিন বাবলু, প্রধান উপদেষ্টা আনোয়ার হোসন নসু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরিদ, সিনিয়র সহসভাপতি এমদাদুল হক সুমন প্রমুখ।
আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহফিলে আল খারিজ প্রাদেশিক বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।