তারেক রহমানের সাজার প্রতিবাদে মক্কায় যুবদলের প্রতিবাদ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া সাজাকে মিথ্যা, বানোয়াট ও অবৈধ বলে অবহিত করে অবিলম্বে মামলা প্রত্যাহার করে রায় বাতিলের দাবি উঠেছে।
সৌদি আরবের মক্কার মিসফালায় গতকাল শনিবার মক্কা প্রাদেশিক জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা এই দাবি জানান।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে ওই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মক্কা প্রাদেশিক যুবদলের সভাপতি মঈনুল ইসলাম হায়দার। যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি আলহাজ খন্দকার এম এ হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল যুবদলের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, কয়েছ আহমেদ, মক্কা প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আবছা চৌধুরী, সিনিয়র সহসভাপতি জহির আহমেদ, মক্কা প্রাদেশিক যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মক্কা প্রাদেশিব বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, মক্কা শ্রমিক দলের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন সেলিম উদ্দিন, গাজী কামাল, মইনুল ইসলাম লিটু, হারুনুর রশিদ মোতালেব, ছৈয়দুল হক, সিকান্দর জিলানী আবুল কাসেম, আবদুল মান্নান, ফারুক, শাহ আলম, সাকের আহমেদ, মনজুর আলম, নুরুল হক, ইসমাইল কাজল, ইলিয়াস, আলী আহমদ, গিয়াস উদ্দিন, দেলোয়ার হোসেন, আবদুল গাফ্ফারসহ আরো অনেকে।
প্রতিবাদ সভায় জেদ্দা ও মক্কার বিপুলসংখ্যক বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।